মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

ক্রান্তি আসছে

ক্রান্তি আসছে
________________
বীপত্তারিনী মা যে তুমি
তোমার নামের মহিমা কতো
তোমার নামে বিপদ কাটায়
মনিরুলশ্যামলঅনুব্রত৷
অসুরেরা মুক্তোঘোরে
তোমার নামের মালাজোপে
ভাইকে তোমার জেলে পুরে
পোড়তে চায় কে তোমার কোপে?
সততার প্রতীক তুমি
পয়সা নাওনা নিজ হাতে,
তোমার পোষা ভাইরা আছে,
তুলতে তোলা দিনে রাতে৷
ভাই মানে গুন্ডা  হয়
ছোটো বড়ো সবাই জানে
দিদি শব্দের নতুন মানে
জুড়লে বাংলা অভিধানে৷
দিদি ছিল আমার চোখে
অগ্রজ যে মায়ের মতো
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে
তাড়িয়ে দিত বিপদ যতো৷
ভেবেছিলাম তুমি  দিদি
করবে মোদের বিপদ মুক্ত,
কে জানতো বিবেক তোমার
উবে যাবে বাস্পের মত৷
তোমার পোশা অসুররা আজ
মেতেছে মনুষ মারার খেলায়,
অত্যাচারী রাবনের দল
লুটছে সীতা পাড়ায় পাড়ায়৷
ভুলনা দিদি স্বাধীনতায়
বাংলার মানুষ এনেছে ক্রান্তি,
সময় হলে লড়বে আবার
মারবে রবন, আনবে শান্তি৷
_________________
                   প্রদীপ মাইতি

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

তুসে চাপা আগুন

তুসে চাপা আগুন
***************

সিধে সাদা শান্ত দাদা
ভীষন ভদ্রোলোক
দুষ্টের দমোন সিস্টের পালন
যতোই কষ্ট হোক ৷

কখনো তিনি কিডনি বেচেন
পরের ভালর তরে
দ্রোনার মতো দক্ষিণা দেন
ক্যারিয়ার তুচ্ছ করে ৷


জীবন দিয়ে রাখেন তিনি নারীর সম্মান
এমন তর ভালো মানুষ কে না নেতা চান?
সবাই তাই ভোট দেবে বাস্তব এটাই
তুসের ভেতর আগুন থাকে কারো জানা নাই

দাদা এখন মস্তো মানুষ
মাথায় দিদির হাত
ধর্ষন করেন মানুষ মারেন
সাত খুনে ও মাপ

------- প্রদীপ মাইতি