মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

ক্রান্তি আসছে

ক্রান্তি আসছে
________________
বীপত্তারিনী মা যে তুমি
তোমার নামের মহিমা কতো
তোমার নামে বিপদ কাটায়
মনিরুলশ্যামলঅনুব্রত৷
অসুরেরা মুক্তোঘোরে
তোমার নামের মালাজোপে
ভাইকে তোমার জেলে পুরে
পোড়তে চায় কে তোমার কোপে?
সততার প্রতীক তুমি
পয়সা নাওনা নিজ হাতে,
তোমার পোষা ভাইরা আছে,
তুলতে তোলা দিনে রাতে৷
ভাই মানে গুন্ডা  হয়
ছোটো বড়ো সবাই জানে
দিদি শব্দের নতুন মানে
জুড়লে বাংলা অভিধানে৷
দিদি ছিল আমার চোখে
অগ্রজ যে মায়ের মতো
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে
তাড়িয়ে দিত বিপদ যতো৷
ভেবেছিলাম তুমি  দিদি
করবে মোদের বিপদ মুক্ত,
কে জানতো বিবেক তোমার
উবে যাবে বাস্পের মত৷
তোমার পোশা অসুররা আজ
মেতেছে মনুষ মারার খেলায়,
অত্যাচারী রাবনের দল
লুটছে সীতা পাড়ায় পাড়ায়৷
ভুলনা দিদি স্বাধীনতায়
বাংলার মানুষ এনেছে ক্রান্তি,
সময় হলে লড়বে আবার
মারবে রবন, আনবে শান্তি৷
_________________
                   প্রদীপ মাইতি

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

তুসে চাপা আগুন

তুসে চাপা আগুন
***************

সিধে সাদা শান্ত দাদা
ভীষন ভদ্রোলোক
দুষ্টের দমোন সিস্টের পালন
যতোই কষ্ট হোক ৷

কখনো তিনি কিডনি বেচেন
পরের ভালর তরে
দ্রোনার মতো দক্ষিণা দেন
ক্যারিয়ার তুচ্ছ করে ৷


জীবন দিয়ে রাখেন তিনি নারীর সম্মান
এমন তর ভালো মানুষ কে না নেতা চান?
সবাই তাই ভোট দেবে বাস্তব এটাই
তুসের ভেতর আগুন থাকে কারো জানা নাই

দাদা এখন মস্তো মানুষ
মাথায় দিদির হাত
ধর্ষন করেন মানুষ মারেন
সাত খুনে ও মাপ

------- প্রদীপ মাইতি

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

পরিবর্তন - নাকি মরীচিকা!!

পরিবর্তন - নাকি মরীচিকা!!
~~~~~~~~~~~~~~~~
ভেবেছিলাম তুমি অগ্নিকন্যা 

আনবে বঙ্গে খুসির বন্যা,

নাহিরবে কোনো ভেদাভেদ হেথা 

দুর হবে হেথা সকলের ব্যথা। 

গড়বে শিল্প, আসবে উদ্যোগ

কাজ পাবে সব বেকার যুবক,

সুরক্ষিত হবে নারী

ভোট দিয়েছি আশায় তারি।

রামরাজ্য গরব ভেবে

কুমির আনলাম ধরে বেঁধে।

আশায় আছি আবার কবে - নন্দীগ্রাম তপ্ত হবে,

আবার করে আন্দোলন - সত্যি আনব পরিবর্তন।!!

~~~~~~~~~~~~~
- - প্রদীপ মাইতি

Written and published on Facebook on 2nd June 2014https://www.facebook.com/maitipradip

উন্নয়ন না ডুমুরের ফুল

উন্নয়ন না ডুমুরের ফুল 

~~~~~~~~~~~~~~~~~

মেতেছে ইডেন উত্সবে আজ 

রানী মোদের হৃদয় দ্বরাজ 

উড়ছে পয়সা পুড়চ্ছে বাজি 

নাচচ্ছে মন্ত্রি নাচচ্ছে কাজী !!

আইপিএল জিতেছে নাইট রাইডার

পার্টি দিচ্ছে রাজ্য সরকার

রাজ্যে আছে টাকার খনি

যেখানে ইচ্ছে ঢালবেন রানী!!
~~~~~~~~~~~~~~~~~

ওদিকে গরিব ছাত্র ছাত্রী

স্বপ্ন বুনছে দিন রাত্রি

যদি একটু সাহায্য পেত

ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোত !

দরকার নেই ইঞ্জিনিয়ার

আইপিএল টা অনেক মজার!

ডাক্তার তো মানুষ বাচায়

বাচলে বড়ই কষ্ট

ওষুধ কেনো , পথ্থ কেনো

দেদার পয়সা নষ্ট !!

সিগারেট খাও জলদি মরবে

পয়সা আসবে রাজকোষে

চিন্তা কিসের রানী তো আছেন

খরচা করবেন আপন যশে !!

~~~~~~~~~~~~~~~~~~

চোর ডাকাতে করছে খেলা

পুলিশ আছে তুলতে তোলা !!

প্রসাশন কে দেখিয়ে কলা

মদের দোকান দেদার খোলা !

বিষাক্ত মদে মরলে লোক

পয়সা জোগাবে রাজ্যের লোক !!

~~~~~~~~~~~~~~~~~~~~~
multi -talent মোদের রানী

সাক্ষ্যাত মা বীনাপানী ,

ছবি আঁকেন কবিতা লেখেন

হার মানে নাচে নর্তকী !

কাজের জন্য ভাইরা আছেন

মন্ত্রীর আর কাজ টা কী ??

উন্নয়ন তো সবাই করে

ডুমুরের ফুল দেখনি ?

তিরিশ বছর কি করেছো

আমরা বুঝি শিখিনি !!

চুপ করো ভাই ধের হয়েছে,

থামাও তোমার টিপ্পনী

রানীমায়ের কানে গেলে,

যাবে তোমার প্রানখানি !!

-------------- প্রদীপ মাইতি

Written and published on 5th June 2014 on Facebookhttps://www.facebook.com/maitipradip

সজ্ঞগুনে গুনী

সজ্ঞগুনে গুনী
~~~~~~~~~~~~~~~~~
সোভায় সোভায় দিতে ভাষন
অভিনয় টা দরকার ভীষন,
ঠিক করেছি তাই মন্ত্রীসভায়
ভোরবো আমি অভিনেতায় l 
.
যোগ্যতা যোগ্যতা কোরছো বটে
মন্ত্রীত্ব্যের কী বা বোঝো!
বিদ্যা-বুদ্ধি থাকলে ঘটে
শিক্ষামন্ত্রীর কেউ শিক্ষা খোজো?
.
চিন্তা তোমরা করছো মিছে
ঘুরছেন উনি মোর পিছে পিছে l
গুনীর সজ্ঞে থেকে উনি
সজ্ঞগুনে হলেন গুনী,
ভেবে চিন্তে দিযেছি তাই
শিক্ষা-প্রশাসনের দায়িত্ব্টাই ll

~~~~~~~~~~~~~~~~~~ written on 9th Jun 2014https://www.facebook.com/maitipradip