পরিবর্তন - নাকি মরীচিকা!!
~~~~~~~~~~~~~~~~
ভেবেছিলাম তুমি অগ্নিকন্যা আনবে বঙ্গে খুসির বন্যা,নাহিরবে কোনো ভেদাভেদ হেথা দুর হবে হেথা সকলের ব্যথা।
গড়বে শিল্প, আসবে উদ্যোগ
কাজ পাবে সব বেকার যুবক,
সুরক্ষিত হবে নারী
ভোট দিয়েছি আশায় তারি।
রামরাজ্য গরব ভেবে
কুমির আনলাম ধরে বেঁধে।
আশায় আছি আবার কবে - নন্দীগ্রাম তপ্ত হবে,
আবার করে আন্দোলন - সত্যি আনব পরিবর্তন।!!
~~~~~~~~~~~~~
- - প্রদীপ মাইতি
Written and published on Facebook on 2nd June 2014https://www.facebook.com/maitipradip
উন্নয়ন না ডুমুরের ফুল ~~~~~~~~~~~~~~~~~মেতেছে ইডেন উত্সবে আজ রানী মোদের হৃদয় দ্বরাজ উড়ছে পয়সা পুড়চ্ছে বাজি
নাচচ্ছে মন্ত্রি নাচচ্ছে কাজী !!
আইপিএল জিতেছে নাইট রাইডার
পার্টি দিচ্ছে রাজ্য সরকার
রাজ্যে আছে টাকার খনি
যেখানে ইচ্ছে ঢালবেন রানী!!
~~~~~~~~~~~~~~~~~
ওদিকে গরিব ছাত্র ছাত্রী
স্বপ্ন বুনছে দিন রাত্রি
যদি একটু সাহায্য পেত
ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোত !
দরকার নেই ইঞ্জিনিয়ার
আইপিএল টা অনেক মজার!
ডাক্তার তো মানুষ বাচায়
বাচলে বড়ই কষ্ট
ওষুধ কেনো , পথ্থ কেনো
দেদার পয়সা নষ্ট !!
সিগারেট খাও জলদি মরবে
পয়সা আসবে রাজকোষে
চিন্তা কিসের রানী তো আছেন
খরচা করবেন আপন যশে !!
~~~~~~~~~~~~~~~~~~
চোর ডাকাতে করছে খেলা
পুলিশ আছে তুলতে তোলা !!
প্রসাশন কে দেখিয়ে কলা
মদের দোকান দেদার খোলা !
বিষাক্ত মদে মরলে লোক
পয়সা জোগাবে রাজ্যের লোক !!
~~~~~~~~~~~~~~~~~~~~~
multi -talent মোদের রানী
সাক্ষ্যাত মা বীনাপানী ,
ছবি আঁকেন কবিতা লেখেন
হার মানে নাচে নর্তকী !
কাজের জন্য ভাইরা আছেন
মন্ত্রীর আর কাজ টা কী ??
উন্নয়ন তো সবাই করে
ডুমুরের ফুল দেখনি ?
তিরিশ বছর কি করেছো
আমরা বুঝি শিখিনি !!
চুপ করো ভাই ধের হয়েছে,
থামাও তোমার টিপ্পনী
রানীমায়ের কানে গেলে,
যাবে তোমার প্রানখানি !!
-------------- প্রদীপ মাইতি
Written and published on 5th June 2014 on Facebookhttps://www.facebook.com/maitipradip
সজ্ঞগুনে গুনী
~~~~~~~~~~~~~~~~~
সোভায় সোভায় দিতে ভাষন
অভিনয় টা দরকার ভীষন,
ঠিক করেছি তাই মন্ত্রীসভায়
ভোরবো আমি অভিনেতায় l
.
যোগ্যতা যোগ্যতা কোরছো বটে
মন্ত্রীত্ব্যের কী বা বোঝো!
বিদ্যা-বুদ্ধি থাকলে ঘটে
শিক্ষামন্ত্রীর কেউ শিক্ষা খোজো?
.
চিন্তা তোমরা করছো মিছে
ঘুরছেন উনি মোর পিছে পিছে l
গুনীর সজ্ঞে থেকে উনি
সজ্ঞগুনে হলেন গুনী,
ভেবে চিন্তে দিযেছি তাই
শিক্ষা-প্রশাসনের দায়িত্ব্টাই ll
~~~~~~~~~~~~~~~~~~
written on 9th Jun 2014https://www.facebook.com/maitipradip