মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

পরিবর্তন - নাকি মরীচিকা!!

পরিবর্তন - নাকি মরীচিকা!!
~~~~~~~~~~~~~~~~
ভেবেছিলাম তুমি অগ্নিকন্যা 

আনবে বঙ্গে খুসির বন্যা,

নাহিরবে কোনো ভেদাভেদ হেথা 

দুর হবে হেথা সকলের ব্যথা। 

গড়বে শিল্প, আসবে উদ্যোগ

কাজ পাবে সব বেকার যুবক,

সুরক্ষিত হবে নারী

ভোট দিয়েছি আশায় তারি।

রামরাজ্য গরব ভেবে

কুমির আনলাম ধরে বেঁধে।

আশায় আছি আবার কবে - নন্দীগ্রাম তপ্ত হবে,

আবার করে আন্দোলন - সত্যি আনব পরিবর্তন।!!

~~~~~~~~~~~~~
- - প্রদীপ মাইতি

Written and published on Facebook on 2nd June 2014https://www.facebook.com/maitipradip

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন