উন্নয়ন না ডুমুরের ফুল
~~~~~~~~~~~~~~~~~
মেতেছে ইডেন উত্সবে আজ
রানী মোদের হৃদয় দ্বরাজ
উড়ছে পয়সা পুড়চ্ছে বাজি
নাচচ্ছে মন্ত্রি নাচচ্ছে কাজী !!
আইপিএল জিতেছে নাইট রাইডার
পার্টি দিচ্ছে রাজ্য সরকার
রাজ্যে আছে টাকার খনি
যেখানে ইচ্ছে ঢালবেন রানী!!
~~~~~~~~~~~~~~~~~
ওদিকে গরিব ছাত্র ছাত্রী
স্বপ্ন বুনছে দিন রাত্রি
যদি একটু সাহায্য পেত
ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোত !
দরকার নেই ইঞ্জিনিয়ার
আইপিএল টা অনেক মজার!
ডাক্তার তো মানুষ বাচায়
বাচলে বড়ই কষ্ট
ওষুধ কেনো , পথ্থ কেনো
দেদার পয়সা নষ্ট !!
সিগারেট খাও জলদি মরবে
পয়সা আসবে রাজকোষে
চিন্তা কিসের রানী তো আছেন
খরচা করবেন আপন যশে !!
~~~~~~~~~~~~~~~~~~
চোর ডাকাতে করছে খেলা
পুলিশ আছে তুলতে তোলা !!
প্রসাশন কে দেখিয়ে কলা
মদের দোকান দেদার খোলা !
বিষাক্ত মদে মরলে লোক
পয়সা জোগাবে রাজ্যের লোক !!
~~~~~~~~~~~~~~~~~~~~~
multi -talent মোদের রানী
সাক্ষ্যাত মা বীনাপানী ,
ছবি আঁকেন কবিতা লেখেন
হার মানে নাচে নর্তকী !
কাজের জন্য ভাইরা আছেন
মন্ত্রীর আর কাজ টা কী ??
উন্নয়ন তো সবাই করে
ডুমুরের ফুল দেখনি ?
তিরিশ বছর কি করেছো
আমরা বুঝি শিখিনি !!
চুপ করো ভাই ধের হয়েছে,
থামাও তোমার টিপ্পনী
রানীমায়ের কানে গেলে,
যাবে তোমার প্রানখানি !!
-------------- প্রদীপ মাইতি
Written and published on 5th June 2014 on Facebookhttps://www.facebook.com/maitipradip
~~~~~~~~~~~~~~~~~
মেতেছে ইডেন উত্সবে আজ
রানী মোদের হৃদয় দ্বরাজ
উড়ছে পয়সা পুড়চ্ছে বাজি
নাচচ্ছে মন্ত্রি নাচচ্ছে কাজী !!
আইপিএল জিতেছে নাইট রাইডার
পার্টি দিচ্ছে রাজ্য সরকার
রাজ্যে আছে টাকার খনি
যেখানে ইচ্ছে ঢালবেন রানী!!
~~~~~~~~~~~~~~~~~
ওদিকে গরিব ছাত্র ছাত্রী
স্বপ্ন বুনছে দিন রাত্রি
যদি একটু সাহায্য পেত
ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোত !
দরকার নেই ইঞ্জিনিয়ার
আইপিএল টা অনেক মজার!
ডাক্তার তো মানুষ বাচায়
বাচলে বড়ই কষ্ট
ওষুধ কেনো , পথ্থ কেনো
দেদার পয়সা নষ্ট !!
সিগারেট খাও জলদি মরবে
পয়সা আসবে রাজকোষে
চিন্তা কিসের রানী তো আছেন
খরচা করবেন আপন যশে !!
~~~~~~~~~~~~~~~~~~
চোর ডাকাতে করছে খেলা
পুলিশ আছে তুলতে তোলা !!
প্রসাশন কে দেখিয়ে কলা
মদের দোকান দেদার খোলা !
বিষাক্ত মদে মরলে লোক
পয়সা জোগাবে রাজ্যের লোক !!
~~~~~~~~~~~~~~~~~~~~~
multi -talent মোদের রানী
সাক্ষ্যাত মা বীনাপানী ,
ছবি আঁকেন কবিতা লেখেন
হার মানে নাচে নর্তকী !
কাজের জন্য ভাইরা আছেন
মন্ত্রীর আর কাজ টা কী ??
উন্নয়ন তো সবাই করে
ডুমুরের ফুল দেখনি ?
তিরিশ বছর কি করেছো
আমরা বুঝি শিখিনি !!
চুপ করো ভাই ধের হয়েছে,
থামাও তোমার টিপ্পনী
রানীমায়ের কানে গেলে,
যাবে তোমার প্রানখানি !!
-------------- প্রদীপ মাইতি
Written and published on 5th June 2014 on Facebookhttps://www.facebook.com/maitipradip
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন