মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

সজ্ঞগুনে গুনী

সজ্ঞগুনে গুনী
~~~~~~~~~~~~~~~~~
সোভায় সোভায় দিতে ভাষন
অভিনয় টা দরকার ভীষন,
ঠিক করেছি তাই মন্ত্রীসভায়
ভোরবো আমি অভিনেতায় l 
.
যোগ্যতা যোগ্যতা কোরছো বটে
মন্ত্রীত্ব্যের কী বা বোঝো!
বিদ্যা-বুদ্ধি থাকলে ঘটে
শিক্ষামন্ত্রীর কেউ শিক্ষা খোজো?
.
চিন্তা তোমরা করছো মিছে
ঘুরছেন উনি মোর পিছে পিছে l
গুনীর সজ্ঞে থেকে উনি
সজ্ঞগুনে হলেন গুনী,
ভেবে চিন্তে দিযেছি তাই
শিক্ষা-প্রশাসনের দায়িত্ব্টাই ll

~~~~~~~~~~~~~~~~~~ written on 9th Jun 2014https://www.facebook.com/maitipradip

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন